বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ - ১৯:০৬
আফগানিস্তান ইরানের সঙ্গে হিরমান্দ পানির চুক্তি মেনে চলবে: জাবিউল্লাহ মুজাহিদ

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান সরকার ইরানের সঙ্গে হিরমান্দ নদীর পানি নিয়ে চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।

হাওজা নিউজ এজেন্সি: IRIB-এর এক প্রতিবেদকের সঙ্গে সাক্ষাৎকারে মুজাহিদ হাইলাইট করেন যে, যদি আফগানিস্তানের কাছে পর্যাপ্ত পানি থাকে, তবে সেই পানি নিশ্ছিদ্রভাবে ইরানে পৌঁছে যাবে। তিনি বলেন, ইরানে পানির প্রবাহ হ্রাসের কারণগুলো মূলত আবহাওয়া পরিস্থিতি ও সাম্প্রতিক খরা।

কর্তৃপক্ষের কাছে যখন প্রশ্ন করা হয় যে ইরান থেকে ফিরে আসা শরণার্থীদের অধিকাংশ স্বেচ্ছায় ফিরে এসেছে—তবে পশ্চিমা মিডিয়া এই ঘটনার বিপরীতে কাজ করছে—আপনি মনে করেন এসব মিডিয়ার লক্ষ্য কী, তখন মুজাহিদ বলেন, “অবশ্যই আছে; কিছু গণমাধ্যম ইরান ও আফগানিস্তানের স্বার্থের বিরুদ্ধেই কাজ করে। এ বিষয়ে উভয় পক্ষকে সচেতন থাকা উচিত; আমরা এই ধরনের প্রচারণাকে বিস্তারের সুযোগ দেবো না এবং সমাজকে প্রভাবিত হতে দেবো না।”

একই সাক্ষাৎকারে, তিনি মার্কিন বাহিনীর পুনরায় আফগানিস্তানে উপস্থিতি নিয়ে প্রশ্নমালায়ও মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্পের পাল্টা মন্তব্য ও বাগরাম ঘাঁটিতে সামরিক পদক্ষেপের প্রসঙ্গ টেনে সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “না, কখনই না। আফগান জনতার নীতির ভিত্তিতে আমরা চাই না দেশের একটি ইঞ্চিও বিদেশী বাহিনীর অধীনে থাকে। আমরা কোনো বিদেশী সৈন্যের উপস্থিতিকে অনুমোদন করব না।”

প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর দ্বারা সংঘটিত অভিযোগিত অপরাধ এবং যুক্তরাষ্ট্রে আফগান বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে রাখার প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হয় যে, এসব বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না কিংবা আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে কি— মুজাহিদ উত্তর দেন, “আমরা উপলব্ধি করেছি যে আমেরিকার বিরুদ্ধে কার্যকর কোনো আন্তর্জাতিক আদালত নেই; আমেরিকা শক্তির মাধ্যমে তার ইচ্ছা চাপিয়ে দেয়। তবে আমরা যেখানে যেতে পারি সেসব আন্তর্জাতিক ফোরামে প্রতিবাদ জানিয়েছি এবং জানিয়েছি যে আফগান জনগণের সম্পদ দ্রুত মুক্তি দেওয়া হোক।”

আত্মপক্ষ সমর্থন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রশ্নে তিনি আরও বলেন, আফগানিস্তান ফিলিস্তিনি জনগণ ও গাজার নিপীড়িতদের প্রতি দৃঢ় সমর্থন জানায় এবং তাদের সংগ্রামকে সমর্থনযোগ্য মনে করে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha